parbattanews

মিয়ানমারে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

টেকনাফ প্রতিনিধি : 

সেক্টর কমান্ডার পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মিয়ানমার মংডু শহরের অভিবাসন কেন্দ্রের সম্মেলন কক্ষে এ পতাকা বৈঠক শুরু হয়।

বিকালে ২৮ সদস্যের বিজিবি প্রতিনিধি দল মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছে। বৈঠকে ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম। তার সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বর্ডার হেড কোয়ার্টার স্টাফ অফিসার কর্নেল সেলিম মাহমুদ চৌধুরী, বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান, বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল ওয়ালি উর রহমান, চট্টগ্রাম সেক্টরের লে. কর্নেল তহিদুল ইসলাম, ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, ৫০ বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল অধিনায়ক সাইফুল আজম পারভেজ, ৩১ বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আজিজুল ইসলাম, ৩৩ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল লুৎফর করিম, ১৭ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খোন্দকার সাইফুল আলম ও কক্সবাজারের সেক্টরের মেজর আমিনুল ইসলাম।

অপরদিকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ২০ সদস্যের প্রতিনিধিদলের পক্ষ থেকে নেতত্ব দিয়েছেন ৫ নম্বর সেক্টরের পরিচালক ইউ থোন থোন। মিয়ানমার থেকে ফিরে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম জানান, বৈঠকে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, সুম্পর্ক আরও জোরদার, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, ইয়াবাসহ সব ধরনের মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন সময়ে মিয়ানমরের আটক বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে আলোচনা করা হয়।

Exit mobile version