parbattanews

মিয়ানমারে মসজিদ ও বসতবাড়িতে আবারো আগুন : নিহত ১

 
 ডেস্ক নিউজ –

 মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধদের নতুন হামলায় এক ব্যক্তি নিহত ও ৯ জন আহত এবং অন্তত দু’টি মসজিদ ও শতাধিক দোকান-পাট ও বসতবাড়ি ধ্বংস হয়েছে। মুসলমানদের এসব ঘর-বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

মিয়ানমারের সাবেক বাণিজ্যকেন্দ্র ইয়াঙ্‌গুন থেকে প্রায় ১শ কিলোমিটার উত্তরে ওয়াক্কান এলাকায় এ হামলা চালানো হয়।

স্থানীয় লোকজনের বর্ণনা মতে, মঙ্গলবার সন্ধ্যায় দুই থেকে তিন শ’ উগ্রবাদী বৌদ্ধ মটর সাইকেলে করে এসে ধারালো অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে এ হামলা চালায়। এ সময় তারা মুসলমানদের বেশ কয়েকটি দোকান ভাংচুর করে এবং সেগুলো জ্বালিয়ে দেয়। মুসলমানরা জীবন বাঁচাতে পালিয়ে যায়।

প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে হ্‌টুট এক ফেসবুক আপডেটে জানান, কর্তৃপক্ষ এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে ওয়াক্কানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ধ্বংসযজ্ঞের পর ২০ জন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি মসজিদ পাহারা দিতে থাকে। জানা গেছে, চারটি গ্রামে শতাধিক বাড়ি-ঘর ও দোকান-পাট পুড়িয়ে দেয়া হয়েছে।

আঞ্চলিক পুলিশ প্রধান উইন নায়িং বলেছেন, আগুনের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। দীর্ঘদিন ধরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর এ ধরনের হামলা হচ্ছে। এতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এ ছাড়া, ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আরো হাজারো রোহিঙ্গা মুসলমান।

উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের সে দেশের নাগরিক বলে স্বীকার করা হয় না।

Exit mobile version