parbattanews

মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন বিক্ষোভ

news-pic-copy

রাঙামাটি প্রতিনিধি:

মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধনে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলার সহ-সভাপতি মোস্তফা হেজাজী, মাওলানা শফিউল আলম আল কাদেরী,ইসলামী যুব সেনা কেন্দ্রীয় অর্থ সম্পাদক আক্তার হোসেন, জেলা ছাত্র সেনার সাধারণ সম্পাদক তারেক আজিজ।

সমাবেশ বক্তারা অবিলম্বে মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের উপর সরকারী নির্যাতন বন্ধ করতে এবং রোহিঙ্গা মুসলমানদের মায়ানমারের নাগরিকত্ব দিতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি মিয়ানমারের প্রধানমন্ত্রীর শান্তির নোবেল পুরস্কার বাতিলের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কাঠালতলী গিয়ে শেষ হয়।

Exit mobile version