parbattanews

মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে ৪৩ শিশু নিহত: সেভ দ্য চিলড্রেন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন।

এদের কাউকে হত্যা করা হয়েছে রাস্তায় খেলাধুলার সময়, কারও প্রাণ গেছে ঘরের ভেতর থাকতেই। এ অবস্থায় দেশটি শিশুদের জন্য আর নিরাপদ নয় বলে উল্লেখ করেছে শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির মতে, মিয়ানমারের পরিস্থিতি এখন দুঃস্বপ্নের মতো। সেখানে জান্তা সরকারের হাতে নিহত সর্বকনিষ্ঠ শিশুর বয়স মাত্র সাত বছর। গত মাসের শেষদিকে মান্দালয়ে নিজ বাড়িতেই গুলি করে হত্যা করা হয় খিন মায়ো চিট নামের মেয়েটিকে।

তার বোন মে থু সুমায়া বিবিসি’কে বলেন, ‘ওরা (সেনা) দরজা খুলতে লাথি মারে। দরজা খুলে গেলে বাবার কাছে জিজ্ঞেস করে, বাড়িতে আর কেউ আছে কিনা।’

‘তিনি না বললে ওরা বাড়ি তল্লাশি শুরু করে। সেই মুহূর্তেই খিন মায়ো বাবার দিকে দৌঁড় দেয়। তখন ওরা গুলি করলে তার গায়ে লাগে।’

মান্দালয়ে নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও রয়েছে। ধারণা করা হয়, ঘরের মধ্যে বা কাছাকাছি থাকার সময় তাকে গুলি করা হয়েছিল।

এছাড়া, ইয়াঙ্গুনের রাস্তায় খেলা করার সময় গুলি করে হত্যা করা হয় ১৩ বছর বয়সী আরেক শিশুকে।

Exit mobile version