parbattanews

মিয়ানমার থেকে আর গরু আমদানি হচ্ছে না

cow

টেকনাফ প্রতিনিধি:
কোরবানি উপলক্ষ্যে টেকনাফের হাইস্কুল মাঠে বৃহৎ গরুর হাট জমে উঠেছে। ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গরুর হাটে গিয়ে দেখা যায়- ক্রেতা সাধারন দুপুরের রৌদ্রে বিক্রেতাদের সাথে দর কষাকষি করছে। তবে দাম চড়া থাকায় তেমন বিক্রি হচ্ছেনা।

এ বছরে করিডোর দিয়ে প্রায় ৩’শ গরু আমদানি হয়েছে। আর আমদানি হচ্ছেনা।হাটের বড় গরুটি টেকনাফের ক্রয় করেন-টেকনাফ লম্বরী এলাকার মো: তৈয়ুব ৩ লাখ টাকা দিয়েক্রয় করেন। গোদারবিল এলাকার মোক্তার আহমদের। তিনি গরুটির দাম ৫০,০০০০ টাকা হাঁকালেও সাড়ে ৩ লক্ষ টাকায় বিক্রি করবেন বলে জানান। ইতিমধ্যে ২৫০০০০ টাকা পযর্ন্ত চেয়েছেন বলেও জানান।

এদিকে গরুর দাম চড়া থাকায় ক্রেতারা হাটে পায়চারী করছে। বড় গরুর চেয়ে ছোট গরুর দাম আরও বেশী। তবে একেবারে বিক্রি হচ্ছেনা তা নয়। হ্নীলার সাবেক চেয়ারম্যান এইচকে আনোয়ার ১৩০০০০ টাকায় একটি গরু ক্রয় করেছে বলে জানা গেছে।এছাড়া মিয়ানমার ও ইন্ডিয়ান গরুও রয়েছে হাটে।

Exit mobile version