parbattanews

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আরো ৫ বাংলাদেশি আহত

কক্সবাজারের উখিয়ার পালংখালী ও থাইংখালীর এলাকার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে চার বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উখিয়া সীমান্তে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার আয়ুবুল ইসলাম, রহমতেরবিল এলাকার আনোয়ার হোসেন, পুটিবনিয়া এলাকার মোবারক হোসেন ও মো. কালা।

বিষয়টি নিশ্চিত করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোঁড়া গোলায় আরো একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমকুল পাহাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আক্রমণের মুখে এ পর্যন্ত বিজিপি ও অন্যান্য বাহিনীর ২৬৮ জন বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানান, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত বেড়েছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি, মর্টারশেল এসে পড়ছে সীমান্তের এপারে। সীমান্তের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। প্রাথমিক অবস্থায় ঘুমধুম ও তুমব্রু সীমান্তের মানুষকে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এর আগে গতকাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশি একজন নারী ও একজন রোহিঙ্গা নিহত হন।

Exit mobile version