parbattanews

মিয়ামারের আরাকান আর্মি নেতা রেনিনসো ফের কারাগারে

raninsho picture20.12

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী থেকে আটক মিয়ামারের বিছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির নেতা রেনিনসো ও তার অন্যতম সহযোগী অংনু ইয়ান রাখাইনসহ আটক বাড়ির দুই চৌকিদারকে ফের কারাগারে পাঠিয়েছে রাঙামটি আদালত।

রোববার দুপুরে আসামিদের রাঙামাটি আদালতে হাজির করেন পুলিশ। রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমা সরকারের আদালতে তোলা হলে রেনিনসো ও তার সহযোগিদের জামিন আবেদন করেন তাদের ব্যাক্তিগত আইনজীবি। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমা সরকার জামিন আবেদন খারিজ করে দিয়ে পুনরায় রেনিনসো তার সহযোগিদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন এবং আগামী ২০ শে জানুয়ারী পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য গত ২৬ আগষ্ট রাতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাস বহুল বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য অংনু ইয়ং রাখাইন এবং তার বাড়ির দু’ চৌকিদারকে আটক করে। আটক চারজন জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, বিদেশেী মুদ্রা পাচার, ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।

Exit mobile version