parbattanews

মুক্তিযুদ্ধে সুফীবাদীদের প্রত্যক্ষ ভূমিকা ছিল

মুক্তিযুদ্ধে সুফীবাদীদের প্রত্যক্ষ ভুমিকা ছিল। সুন্নী দরবার ও মাদ্রাসাসমূহ ছিল মুক্তিযোদ্ধাদের একেকটি নিরাপদ আস্তানা। দেশের যেকোন সংকটময় মুহুর্তে সুন্নীরা এগিয়ে এসেছিল সর্বাগ্রে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙামাটি জেলা আহলে সুন্নাতের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলার উদ্যোগে আয়োজিত আলোচন সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় আহলে সুন্নাতের মূখপাত্র এডভোকেট আলহাজ্ব মোছাহেব উদ্দিন বখতেয়ার।

জেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সভাপতি এ কে এম মকছুদ আহম্মদ ও রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী। আলোচনা সভা শেষে নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

Exit mobile version