parbattanews

‘মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ থেকে সঠিক ইতিহাস শিখছে নতুুন প্রজন্ম’

10904872_802353463168506_1725347140_n

রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামু খিজারী স্কুল মাঠে ৮ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা জমে উঠেছে। শুক্রবার বিজয় মেলার ৪র্থ দিনের স্মৃতিচারণ সভায় বক্তারা বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ থেকে সঠিক ইতিহাস শিখছে নতুন প্রজন্ম।’ 

তারা আরো বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সংস্কৃতি ও মানবতার শিক্ষা না দিলে তারা কখনো ভালো মানুষ হতে পারবে না। কেননা বিএনপি-জামায়াত নতুন প্রজন্মের কাছে ভুল তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের অপপ্রচার করছে। বিজয় মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সংস্কৃতির চর্চা করতে হবে। তা না হলে ভবিষ্যতে সংস্কৃতিবান মানুষ খুঁজে পাওয়া যাবে না।’ 

স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার পরিতোষ চক্রবর্তী বাবুল। এতে স্বাগত বক্তব্য রাখেন মেলার মহাসচিব তানভীর সরওয়ার রানা। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. একে আহমদ হোছাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. রনজিত দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, মেলার ব্যবস্থাপনা পরিচালক মাস্টার মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এড. নাছির উদ্দিন আহমদ প্রমূখ।

স্মৃতিচারণ সভা পরিচালনা করেন মেলার যুগ্ম মহাসচিব অধ্যাপক ইজ্জত উল্লাহ। স্মৃতিচারণ সভা শেষে সাংস্কৃতিক ইউনিয়ন রামু, সংগীত নিকেতন, চকরিয়া, নবসৃজনী খেলা ঘরসহ দেশের কৃতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দেশের বিশিষ্ট নাগরিক ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আলোচনা সভা। যেখানে উপস্থিত থাকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য প্রতিদিন রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

এছাড়াও মেলায় মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন বই, খেলনাসহ বিভিন্ন সামগ্রীর স্টল হওয়াতে যত দিন যাচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে। ৮ দিনব্যাপী রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভায় মেলার প্রথম দিন থেকে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

Exit mobile version