parbattanews

মুক্তিযোদ্ধা ও অসহায়দের মাঝে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির উপহার

করোনা মোকাবেলার অংশ হিসেবে খাগড়াছড়িতে ৪০ জন মুক্তিযোদ্ধা ও অসহায়দের মাঝে খাদ্য উপহার দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার(২০ মে) সকালে খাগড়াছড়ি শিল্পকলা একাডেমী হল রুমে এই খাদ্য উপহার তুলে দেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি জেলা কমিটির ভাইস চেয়ারম্যান এড. জসিম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক শানে আলম ও খাগড়াছড়ি সদর থানার ওসি মোহম্মদ রশিদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, করোনায় আমরা নিজেরা সচেতন থাকলে নিরাপদ থাকবে অন্যরা। নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হলে করোনার হাত থেকে কারো রক্ষা নাই। তাই গাড়ি চলাচল বন্ধ থাকলেও অসচেতনরা প্রতিযোগিতা করে বাড়ি যাওয়ার চেষ্টা না করে স্ব-স্ব স্থানে অবস্থানের মাধ্যমে জেলাবাসীকে সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।

তিনি সামাজিক দুরত্ব বজায় রাখাসহ হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ব্যবহারের ও গণসচেতনতার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন এবং একে অপরের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

Exit mobile version