parbattanews

মুজিবনগর দিবসকে হৃদয়ে লালন করতে হবে: বিভীষণ কান্তি দাশ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাটিরাঙা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

‘ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আলী।

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মনছুর আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ চাকমা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য্য ব্যাখ্যা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মুজিবনগর দিবসকে হৃদয়ে লালন করতে হবে। তিনি বলেন, মুজিবনগর দিবসে অস্থায়ী সরকার শপথ গ্রহণ না করলে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা দুরূহ হতো। মুজিবনগর সরকার আমাদের পথনির্দেশক হিসেবে কাজ করেছে।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান ছাড়াও তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্যাহ ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version