parbattanews

মুজিববর্ষে ভিক্ষুকদের পাশে দাঁড়ালো মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন

ব্যাপক প্রস্তুতি গ্রহণের পরেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনার ফলে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমিত পরিসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

মুজিববর্ষকে সামনে রেখে মাটিরাঙ্গায় ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষুকদের পাশে দাঁড়ালো মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ২০ জন ভিক্ষুককে দুইটি করে ছাগল প্রদান করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে মাটিরাঙ্গার সচেতন মহল।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফ্রিডম স্কোয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

এর পরপরই মাটিরাঙ্গা উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ, সিনিয়র সহকারী পুরিশ সুপার মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো শামছুদ্দিন ভুইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস কামরুন নাহার সিপন, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফ্রিডম স্কোয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য করে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পনের পর মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এসময় সিনিয়র সহকারী পুরিশ সুপার মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো শামছুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মনছুর আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খাইরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ১৭ পাউন্ড ওজনের কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

Exit mobile version