parbattanews

মুজিব শতবর্ষে পানছড়ির অসহায়দের শান্তির আবাস দিল সরকার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ষের উপহার হিসেবে বিনামূল্যে শান্তির আবাস প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০ জুন) পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সে উপকারভোগীদের মাঝে আবাস প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, কিরণ ত্রিপুরা, কালাচাঁদ চাকমা প্রমুখ।

এ সময় স্থায়ী শান্তির নিবাস পাওয়া উপকারভোগীরা মেতে উঠে উচ্ছ্বাস আর উল্লাসে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব জানান, পানছড়িতে নির্মিত ঘরগুলোর মান সন্তোষজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পানছড়িবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ১ম পর্যায়ে দুইশত চল্লিশ ও ২য় পর্যায়ে একশত বাইশটি পরিবার সহ সর্বমোট তিনশত বাষট্টি ভূমিহীন ও গৃহহীনদের এ সুবিধার আওতায় আনা হয়।

Exit mobile version