মুম্বাইতে চিকিৎসাধীন অবস্থায় রামুর উপজেলা চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরীর ইন্তেকাল

Ahmedul-Hoque-Chy.

রামু প্রতিনিধি:
ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আহমেদুল হক চৌধুরী সোমবার (১১ আগষ্ট) বাংলাদেশ সময় সকাল আটটা দশ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৫)। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য ভক্ত, গুণগ্রাহী রেখে গেছেন।

মোবাইল ফোনে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে আহমেদুল হক চৌধুরীর সঙ্গে থাকা সহধর্মীনি আনোয়ারা বেগম ও বড় ছেলে মুহাইমিন আহমেদ মাহিন ও রামুতে অবস্থানরত আহমেদুল হক চৌধুরীর ছোট ভাই রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল হক চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আহমেদুল হক চৌধুরী বুকে টিউমারজনিত রোগে আক্রান্ত হন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অসুস্থবোধ করেছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঈদুল ফিতরের পরদিন (৩০ জুলাই) তাকে বিমানযোগে ভারতে প্রেরন করা হয়। এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামুসহ পুরো কক্সবাজার জেলায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য এবছর বছর ২৩ মার্চ অনুষ্ঠিতব্য রামু উপজেলা পরিষদ নির্বাচনে আহমেদুল হক চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

জানা গেছে, আহমেদুল হক চৌধুরীর মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা চলছে। মরদেহ কবে পৌঁছবে সেটা নিশ্চিত হলেই নামাজে জানাযার সময় নির্ধারণ করে জানানো হবে। এদিকে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরীর মৃত্যুতে রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামুর বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়ুয়া, সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর, মানবাধিকার কমিশন রামু শাখার সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালি গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন