parbattanews

মৃত্যুপথযাত্রী মানিকছড়ির হতভাগী জমিলার পাশে যুব রেড ক্রিসেন্ট

মানিকছড়িতে দীর্ঘ কয়েক বছর বিনা চিকিৎসায় ও অভাব- অনটন এবং স্যাঁত স্যাঁতে পরিবেশে থাকা প্যারালাইসিসে আক্রান্ত জমিলা খাতুনকে (৭৭) দূর্বিসহ জীবন কাহিনী নিয়ে সংবাদ প্রকাশের পর প্রথম খাদ্য সহায়তা নিয়ে অসহায় মহিলার শয্যাপাশে দাঁড়িয়েছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা।

রোববার (১ নভেম্বর) বিভিন্ন অনলাইন পোর্টাল ও জাতীয় সংবাদপত্রের অনলাইন ভার্সনে স্বামী সন্তান হারা জমিলার জীবন-প্রদীপ নিভে যাচ্ছে বিনা চিকিৎসা ও অনাহার- অর্ধাহারে শিরোনামে সংবাদ প্রকাশের পরও প্রশাসনের নজরে বিষয়টি না আসায় অবশেষে মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা সোমবার (২ নভেম্বর) সকালে ফুড প্যাকেজ নিয়ে হাজির হয়েছেন অমানবিক পরিবেশ ও দূর্বিসহ জীবন যাপনকারী জমিলার শয্যাপাশে।

উপজেলা যুব রেড ক্রিসেন্ট প্রধান মোঃ আশরাফুল ইসলাম এর নির্দেশে মোঃ আবু জাফর তার সঙ্গীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে ওই অসয়ায়,দূর্বিসহ ও মূমুর্ষ শয্যাশায়ীর পাশে তারা ছুটে যান।

Exit mobile version