parbattanews

মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটি শহরে মৃত মহিষের মাংস বিক্রয় করার অপরাধে মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ ডিসেম্বর) জেলা শহরের টিএন্টি এলাকায় অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজয় কুমার জোয়ারদার।

অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে মাংস বিক্রেতা দীপন চাকমা পাশ্ববর্তী খাগড়াছড়ি জেলা থেকে এনে শহরের টিএনটি এলাকায় মৃত মহিষের মাংস বিক্রি করছে; যা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সর্তক করা হয়।

এসময় রাঙামাটি পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ফিরোজ আল মাহমুদ সোহেল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version