মেঘালয় রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতির কক্সবাজার আদালত পরিদর্শন

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার জেলা জজ আদালত পরিদর্শন করেছেন ভারতের মেঘালয় রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও মেঘালয় হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি ড. আকতার হোসেন সাইকিয়া।

সোমবার (১১ মার্চ) সকালে ড. আকতার হোসেন সাইকিয়া জেলা জজ কার্যালয়ে পৌঁছালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মো. ফিরোজ তাকে স্বাগত জানান। পরে জেলাশীপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকদের জেলা সাথে জজের কার্যালয়ে তিনি এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন।

মেঘালয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি ড. আকতার হোসেন সাইকিয়া সবার সাথে কুশল বিনিময় ছাড়াও সেদেশের মানবাধিকার পরিস্থিতি ও বিচারব্যবস্থা সম্পর্কে সকলকে অবহিত করেন। অপরদিকে, কক্সবাজারের বিচারকবৃন্দ এখানকার বিচারব্যবস্থা সম্পর্কে ড. আকতার হোসেন সাইকিয়াকে অবহিত করেন।

এসময় কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মো. ফিরোজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব তৌফিক আজিজ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, যুগ্ম জেলা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, যুগ্ম জেলা জজ-২ মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী জজ আলাউল আকবর, জেবুন্নেছা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ, দেলোয়ার হোসাইন, জেরিন সুলতানা, মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিচারপতি ড.আকতার হোসেন সাইকিয়া কক্সবাজারের সার্বিক বিচার ব্যবস্থা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

বিচারপতি ড.আকতার হোসেন সাইকিয়া দু’দিনের কক্সবাজার সফর শেষে দুপুরে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন। মেঘালয় রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি ড. আকতাব হোসাইন সাইকিয়া কক্সবাজার ভ্রমন শেষে জেলা জজের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন