parbattanews

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকের এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন।

তবে নিহতের পরিচয় জানাতে পারেননি ওসি। মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। তিনি বলেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। জাপানিজ ঠিকাদারদের ত্রুটি ঠিক করতে বলা হলেও তারা করেনি।

গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়িতে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিয়ারিং প্যাড ব্যবহার হয় বড় সেতু বা উড়ালপথ নির্মাণে। পিলার ও উড়ালপথের সংযোগস্থলে বসানো এই রাবারের উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না দিয়ে মাটির দিকে নামিয়ে দেয়। বাংলাদেশের মেট্রোরেলেও এটি ব্যবহার করা হয়েছে ।

Exit mobile version