parbattanews

মেধাবী ছাত্র জামাল উদ্দিনকে বাচাঁতে সাহায্যর আবেদন


নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে মাদ্রাসা পড়ুয়া প্রতিবন্ধী জামাল উদ্দিনকে বাঁচাতে সাহায্যর আবেদন করেছেন দরিদ্র পিতা-মাতা। বান্দরবান শহরের ইসলামী সিনিয়র মাদ্রাসার অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত জামাল উদ্দিনের (১৫) হার্টের সমস্যা এবং একটি কিডনি নষ্ট হয়ে গেছে। এখন আরেকটি কিডনিও অকেজো হওয়ার পথে। দরিদ্র পিতার পক্ষে তার চিকিৎসা ব্যয় করা অসম্ভব হওয়ার বিত্তবান ও সমাজের সকল শ্রেণীর কাছে আর্থিক সাহায্যর আবেদন করেছেন পিতা মো. সাহেব আলী।

গত ২০ দিন ধরে সে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি রয়েছে। প্রতিদিন চিকিৎসায় বাবদ ৫ থেকে ৭ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে তার এই দরিদ্র পিতাকে। চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ৬ মাস চিকিৎসা নিতে হবে।
জামাল উদ্দিনের পিতা বান্দরবান ডাকঘরে সামান্য বেতনে রানার হিসেবে কর্মরত। চিকিৎসা ব্যয় চালানোর মতো সামর্থ্য তার নেই। তাই দানশীল ও মহৎপ্রাণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে জামালের পিতা মো. সাহেব আলী সাহায্য চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানায় মো. সাহেব আলী,  হিসাব নং -৪৩৫৭ জনতা ব্যাংক, বান্দরবান শাখা বান্দরবান।

Exit mobile version