parbattanews

মেধাবী রোহিন চাকমাকে শিক্ষা সহায়তা দিলেন লক্ষীছড়ি জোন কমান্ডার

 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে হতদরিদ্র পাহাড়ি পরিবারের শিক্ষার্থী রোহিন চাকমাকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান পিএসসি,জি এ অনুদান তুলে দেন। এ সময় লক্ষীছড়ি কলেজের শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সে উপজেলার কান্দোপাড়া গ্রামের দিন মজুর মধু চাকমার ছেলে।

জানা গেছে, ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি রোহিন চাকমা লক্ষীছড়ি কলেজ থেকে পাশ করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগ থেকে তিনি মেধা তালিকায় ২১৬তম স্থান লাভ করা ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও  চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।
কিন্তু তার বাবা একজন দিনমজুর হওয়ায় তার পক্ষে তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো  অত্যন্ত  কষ্টসাধ্য ব্যাপার ছিল।

রোহিন চাকমাকে অর্থ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সুযোগ করে দেওয়ায় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোহিন চাকমার দরিদ্র পিতা মধু চাকমা।

Exit mobile version