parbattanews

মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি ও ট্রেড লাইসেন্স না থাকায় পাঁচ দোকানিকে জরিমানা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী সদর মার্কেটের পাঁচ দোকানিকে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি এবং পৌরসভার ট্রেড লাইসেন্স না থাকায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ও উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মাহাফুজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিজিবি ও পুলিশ সদস্যরা সহোযোগিতা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রথম দিন পাঁচ দোকানিকে জরিমানা আওতায় এনে বাকিদের সতর্ক করেছি অল্প সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন ও মেয়াদ উত্তীর্ণ মালামাল সরিয়ে না নিলে পর্যায়ক্রমে সবাই জরিমানা ও শাস্তির আওতায় আসবে।

Exit mobile version