parbattanews

মেরুং ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসবসেবা কার্যক্রম চালু


দীঘিনালা প্রতিনিধি:
দীঘিনালা উপজেলার ছোট মেরুং ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসবসেবা কার্যক্রম চালু হয়েছে। এতে করে ইউনিয়নের দূর্গম এলাকার হতদরিদ্র প্রসূতি মায়েরা নিরাপদ প্রসব সেবার আওতায় এসেছে।

জানাযায়, উপজেলার জনবহুল একটি ইউনিয়ন মেরুং। এ ইউনিয়নে সব গর্ভবতী মায়েদের প্রসব কার্যক্রম স্থানীয় ধাত্রীর মাধ্যমেই অস্বাস্থ্যকর পরিবেশেই চলছিল। অস্বাস্থ্যকর পরিবেশে প্রসবকাজ চলার কারণে প্রসূতি এবং নবজাতক দুইজনই স্বাস্থ্যঝূঁকিতে থাকতে হচ্ছে। একারণেই জনবহুল এলাকায় নিরাপদ প্রসব সেবা চালু করা হয়েছে।

এব্যাপারে উপজেলার ছোট মেরুং ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ডা. অসিম বড়ুয়া জানান, এখানকার সব মায়েরাই সনাতন পদ্ধতিতে দাইয়ের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে প্রসবসেবা কার্যক্রম পরিচালিত করে আসছেন। এতে প্রসূতি এবং নবজাতক দু’জনই স্বাস্থ্য ঝুঁকিতে থাকতো। তাদের বৃহৎস্বার্থ বিবেচনা করেই আমরা ২৪ ঘন্টা সেবার মানসিকতা নিয়ে কাজ করছি।

এব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা নিটো দেওয়ান জানান, বাড়িতে সন্তান প্রসব করার চাইতে হাসপাতালে প্রসব করানোর উপর সরকার জোর দিয়ে আসছেন। এটা অনেকটা নিরাপদ। হাসপাতালে প্রসব করানোর ফলে মা এবং সন্তান দুটোই সুস্থ্য রাখা সম্ভব হচ্ছে।

Exit mobile version