parbattanews

মেসিকে নিয়ে ৬ জুন চুক্তির ঘোষণা দেবে আল হিলাল!

পিএসজিতে লিওনেল মেসি শেষ ম্যাচ খেলবেন আজ রাতে। এরপর দলবদলের জন্য ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, আগামী সোমবার আর্জেন্টাইন ফরোয়ার্ড তার সিদ্ধান্ত জানাবেন। এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল আগামী ৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে আশাবাদ ব্যক্ত করেছে।

পার্ক দে প্রিন্সেসে শনিবার ক্লারমন্তের বিপক্ষে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি। সামনের মৌসুমে দেখা যাবে নতুন ক্লাবে। কিন্তু এখনও তার পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে তাকে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে সৌদি ক্লাব। আগামী সোমবার থেকে তিনি তার ক্লাব পছন্দ করতে পারবেন।

ক্লাব সূত্রে স্পোর্ত জানতে পেরেছে, আল হিলাল আগামী মঙ্গলবার মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায়। আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি তাদের প্রস্তাবে হ্যাঁ বলেছেন। চূড়ান্তভাবে তার মতামত জেনে ওইদিন চুক্তির কথা প্রকাশ করবে তারা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতি মৌসুমে ৪০ কোটি ইউরো বেতন পাবেন মেসি। যে অঙ্কের বেতন বিশ্ব ফুটবলে কখনও দেখা যায়নি।

অন্যদিকে বার্সা কোচ জাভি জানান, ন্যু ক্যাম্পে ফেরা ৯৯ শতাংশ নির্ভর করছে মেসির ওপর। এখন দেখার অপেক্ষা মেসি কাকে হ্যাঁ বলেন, বার্সা নাকি আল হিলালকে!

Exit mobile version