মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসরে যাওয়ার ইচ্ছা রোনালদোর

fec-image

আগামীকাল ঘোষণা করা হবে ২০২১ সালের ব্যালন ডি অর পুরস্কার। ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত ও সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর  এবারের আগে মেসি এই পুরস্কারটি জিতেছেন সর্বোচ্চ ছয়বার।অন্যদিকে, মেসির চেয়ে একবার কম অর্থাৎ পাঁচবার ব্যালন ডি’অর ঘরে তুলেছেন পর্তুগিজ ফুটবল রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো।

এবারের ব্যালন জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন লিওনেল মেসি ও রবার্ট লেওয়ানডস্কি। বিশেষ করে বার্সেলোনার হয়ে কোপা দেল রে ও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় জেতায় মেসি সম্ভাবনাই বেশি দেখছেন সবাই। আর যদি এটি জেতেন মেসি, তাহলে তার ব্যালন ডি অর সংখ্যা হয়ে যাবে সাতটি। যা কি না নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে দুইটি বেশি।

তবে একটা সময় রোনালদোর এক ব্যালনের বিপরীতে মেসির ছিল চারটি। সেই ব্যবধান এখন নেমে এসেছে ৬-৫’এ। অবসর নেওয়ার আগে মেসির চেয়ে বেশি ব্যালন জিততে চান রোনালদো। এটিই তার একমাত্র লক্ষ্য- এমনটাই জানিয়েছেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক প্যাসকেল ফেরে।

মূলত ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকেই দেওয়া হয় ব্যালন ডি অর পুরস্কার। সেই ম্যাগাজিনের সম্পাদক ফেরে নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘রোনালদোর শুধু একটাই লক্ষ্য, তা হলো মেসির চেয়ে বেশি ব্যালন ডি অর জিতে অবসর নেওয়া। আমি এটা জানি কারণ সে (রোনালদো) নিজে এটা বলেছে।’

তিনি আরও যোগ করেন, ‘এটার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। বিষয়টা পুরোপুরি ট্রফির, ইতিহাসে জায়গা করে নেওয়ার। আপনারা যদি মেসি-রোনালদোর পরিসংখ্যান দেখেন, তারা সবসময় সেপ্টেম্বর-অক্টোবরে অনেক গোল করে। তখনই ভোটিংটা হয়। এটা কাকতালীয় বিষয়।’

এসময় ফেরের কাছে জানতে চাওয়া হয় এবারের ব্যালন কে জিতবেন? উত্তরে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের দায়িত্বে আছি ছয় বছর চলছে। আমি এখনও কোনো ভুল করিনি। আমি মিথ্যা বলতে চাই না। কিন্তু আমি সবাইকে বলি, নামটা বলতে পারছি না, কারণ যে জিতেছে সে-ই এখনও জানে না। তাই তার আগে অন্য কারও এটা জানা ঠিক হবে না।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন