parbattanews

মেসির সাথে দিবালা-ডি মারিয়া নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

কাতার বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লো সেলসো ছিটকে পড়ায় আর্জেন্টিনা শিবিরে শঙ্কা ছিল দিবালাকে নিয়ে। অবশেষে সেই শঙ্কার অবসান ঘটালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। রোমা ফরোয়ার্ডকে কাতার বিশ্বকাপের দলে নিয়েছেন তিনি। এদিকে হালকা চোট আছেন আনহেল ডি মারিয়াও। জুভেন্টাস ফরোয়ার্ডও আছেন স্কালোনি ঘোষিত আর্জেটিনার ২৬ জনের দলে।

অবধারিতভাবে দলে রয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। দিবালা ছাড়াও আক্রমণভাগে মেসির সঙ্গী লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়ারা।

২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জন ফয়থ।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

Exit mobile version