parbattanews

মোটর সাইকেল চালকদের সচেতনতায় ফুল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে মোটর সাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ প্রশাসন ফুল ও মিষ্টি বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৫এপ্রিল) ট্রাফিক মোড়ে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জেলা শহরে হেলমেট পরিহিত মোটর সাইকেল চালকদের মিষ্টি ও ফুল উপহার দিয়েছে।

কয়েকদিন যাবত মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহারে কড়াকড়ি আরপ করেছে ট্রাফিক পুলিশ বিভাগ।

শহরের দোকানগুলোতে হেলম্যাড ব্যবহারের ধুম পড়েছে।

জেলা প্রশাসক বলেন, মোটর সাইকেল চালকদের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বৃদ্ধি এবং নিজ ও অন্যর জীবনের প্রতি শ্রদ্ধাশীল হতে এ কর্মসূচি।

এসময় পুলিশ সুপার বলেন, যতদিন পর্যন্ত মোটর সাইকেল চালকরা হেলমেট ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠবেনা ততদিন অভিযান চলবে।

যেসব চালক হেলম্যাড ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, হাইড্রোলিক হর্ণ বন্ধে শিগ্রই অভিযান শুরু হবে।

প্রসঙ্গত, ৩১ মার্চ শহরের বালাঘাটা এলাকায় রেডিও স্টেশনের সামনে যাত্রীবাহী বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়। এ ঘটনার পর পুলিশ প্রশাসন মোটর সাইকেল চালকেদের হেলম্যাড ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়।

 

Exit mobile version