parbattanews

‘মোবাইল কল রিসিভ করে অসুস্থ’ এমন গুঞ্জনে খাগড়াছড়িতে আতঙ্ক

images

খাগড়াছড়ি প্রতিনিধি:

মোবাইল কল রিসিভ করে অসুস্থ হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শুনাগুলা চাকমা নামের এক স্কুল ছাত্রকে এমন গুঞ্জনে আতঙ্ক বিরাজ করছে খাগড়াছড়ির জনমনে।

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গুঞ্জনে শোনা গেছে, জেলা সদরের ভাইবোন ছড়া এলাকার মনিপাড়া গ্রামের এক স্কুল ছাত্র নিরোদ কুমার চাকমার ছেলে স্কুল ছাত্র শুনাগুলা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আর এম ও নয়ন ময় ত্রিপুরা পার্বত্যনিউজ কে জানান, মোবাইল ফোনে কল  বিষয়ে আতঙ্কিত হবার কিছু নেই। এ ধরনের ক্ষতিকারক কোন মোবাইল  কল নেই।  ছেলেটির মোবাইলে কোন নাম্বার থেকে কল আসেনি। তার মোবাইলের রিসিভ লিস্টে এমন অস্বাভাবিক কোন নাম্বার পাওয়া যায়নি।

সূত্রে জানায়, ছেলেটির  সকাল বেলা প্রাইভেট ছিল, হয়ত এ বিষয়টি তার মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে।  হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হওয়ার ফলে হাত পায়ে জিম জিম করেছে এখন সুস্থ আছে।

Exit mobile version