parbattanews

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে ৪ জনের ফাঁসি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া চার জনের ফাঁসি কার্যকর করেছে ইরান।

সোমবার (২৯ জানুয়ারি) ভোরে এই ফাঁসি কার্যকর করা হয়। দেশটির আইন মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট মিজান অনলাইনের খবর অনুসারে, ফাঁসি হওয়া ব্যক্তিরা হলেন- মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার ও পেজমান ফাতেহি। তাদেরকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল। মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কেন্দ্রে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।

মিজান অনলাইনের খবরে বলা হয়েছে, জায়নবাদী গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গোষ্ঠীর চার সদস্যের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে।

ইরানের দাবি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রে হামলার প্রায় দেড় বছর আগে এই ব্যক্তিদের নিজ দলে ভিড়িয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আফ্রিকায় মোসাদের কার্যালয় থাকা স্থানে এদের প্রশিক্ষণ দেওয়া হওয়া। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়।

Exit mobile version