parbattanews

মোস্তাফিজুর রহমান মিল্লাত’র মৃত্যুতে বিএনপির সকল কর্মসূচী স্থগিত


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত (৫২) অকাল মৃত্যুতে জেলা সদরের জেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের ইফতার মাহফিলসহ সকল প্রকার কর্মসূচী স্থগিত করা হয়েছে।

শুক্রবার দুপুর ১.৫০টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার অকাল মৃতুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।

চলতি বছরের ২ মার্চ খাগড়াছড়ি জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন, মোস্তাফিজুর রহমান মিল্লাত। কিন্ত ঐ মহুর্তে তার ব্রেন ক্যানসার ধরা ধরে। রাজনীতিতে ত্যাগী ও আপোসহীন নেতা হিসেবে পরিচিতি মোস্তাফিজুর রহমান মিল্লাত আন্দোলন করতে গিয়ে বহুবার কারাভোগ করেছে।

মোস্তাফিজুর রহমান মিল্লাতে অকাল মৃত্যুতে খাগড়াছড়িতে শোকের ছাড়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।মোস্তাফিজুর রহমান মিল্লাতে অকাল মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া পৃথক শোক বার্তা দিয়েছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মোস্তাফিজুর রহমান মিল্লাত’র অকাল মৃত্যুতে খাগড়াছড়ি রাজনৈতিক অংগনের যে ক্ষতি হয়ে তার পূরণ হবার নয়।

Exit mobile version