parbattanews

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে জুম চাষীদের বিশেষ ধরনের জ্যাকেট বিতরণ

Bandarban pic-4.4.2014

নিজস্ব প্রতিবেদক:
ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এবার বান্দরবানের পাহাড়ের জুমচাষীদের মশা প্রতিরোধক বিশেষ ধরনের জ্যাকেট দেয়া হবে। সোমবার বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো.নাসিম এমপি জুমচাষীদের মধ্যে এই জ্যাকেট বিতরণ করার কথা রয়েছে।

জানা গেছে, বিশেষ ধরনের এসব জ্যাকেট পরিধান করে জুমচাষীরা পাহাড়ের যে কোন স্থানেই নিশ্চিন্তে চাষাবাদ করতে পারবেন। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ঔষধ মিশ্রিত বিশেষ ধরনের মশারীর সাফল্যের পর স্বাস্থ্য বিভাগ জুম চাষীদের জন্য এই জ্যাকেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে বান্দরবানের ৬০জন জুমচাষীকে এই জ্যাকেট দেয়া হবে। পরবর্তীতে আরো দুই হাজার চাষীকে এই জ্যাকেট দেয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মংতেঝ মার্মা জানান, পাহাড়ে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ঔষধ মিশ্রিত মশারী ব্যবহারে ব্যাপক সাফল্য এসেছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য বিভাগ এবার জুম চাষীদের পাহাড়ে কাজ করার জন্য বিশেষ ধরনের জ্যাকেট দেয়ার উদ্যোগ নিয়েছে।

Exit mobile version