parbattanews

ম্রো-ত্রিপুরাদের জমি বেদখলের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবান জেলার লামা উপজেলায় রাবার ইন্ডাস্ট্রিজ করার কারণে ম্রো-ত্রিপুরাদের ৪শত একর জমি বেদখলের ষড়যন্ত্র, বেদখলকৃত ভূমি ফেরত এবং বাঙালিদের সমতলে পুনর্বাসন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট), দীঘিনালা ইউনিট।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি দীঘিনালা উপজেলার আনন্দ বাজার সংলগ্ন মেইন রোড থেকে শুরু হয়ে বাঘাইছড়ি ব্রীজের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দীঘিনালা উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জ্ঞান প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন দীঘিনালা ভুমি রক্ষা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজয় চাকমা ও ইউপিডিএফ দীঘিনালা উপজেলা ইউনিটের সংগঠক সজীব চাকমা।

বক্তারা বলেন, এক শ্রেণির গোষ্ঠী প্রতিনিয়ত পাহাড়ের জায়গা বেদখল করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বান্দরবানে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জমি অধিগ্রহণ চালাচ্ছে। সেখানে বসবাসকারীদের পাহাড়ি জাতিগোষ্ঠী ম্রো- ত্রিপুরাদের উচ্ছেদ ষড়যন্ত্র করছে। লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জমি বেদখলের ষড়যন্ত্র করছে। সরকারে উচিত যারা অন্যায়ভাবে পাহাড়ি জায়গা বেদখলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।

Exit mobile version