যথাযথ মর্যাদায় খাগড়াছড়িতে পালিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা

fec-image

যথাযথ ধর্মীয় গাম্ভীয্য ও মর্যাদায় খাগড়াছড়িতে শনিবার (৩১ অক্টোবর) বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করছে।

এ উপলক্ষে শনিবার খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, চুরাশি হাজার বাতি দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ অন্যান্য দানানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

সকালে বুদ্ধমূতি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও ভিক্ষুদের পিন্ডদান করা হয়। বিকালে ৮৪ হাজার বাতি ও ফানুস উড়ানো হবে। শুভ প্রবারণা পূর্ণিমার মাধ্যমে বৌদ্ধদের গুরুত্বপূর্ণ তিন মাস ব্যাপী
বর্ষাবাস শেষ হয়। এরপর থেকে পরবর্তী এক মাস সময়ব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, শুভ প্রবারণা পূর্ণিমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন