parbattanews

যুক্তরাষ্ট্রে বান্দরবানের শিক্ষার্থীর কৃতিত্ব

abid

স্টাফ রিপোর্টার:

শিক্ষাক্ষেত্রে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী বান্দরবানের ছাত্র খন্দকার আবিদ হাসান। সে ২০১৪ সালে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর এডুকেশনাল অ্যাচিভমেন্ট সম্মাননা পেয়েছে।

এছাড়াও ২০১৩ সালে ডেলকো রিডিং কাউন্সিল ইয়াং অথার্স রাইটিং কনটেস্টের পুরস্কার ‘অল অ্যাবাউট বাংলাদেশ’ শিরোনামে প্রবন্ধ লিখে ইয়াং অথার্স প্রজেক্টে পুরস্কার লাভ করেন। পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ১ দিনে প্রিন্সিপাল হিসেবে নেতৃত্ব দেবার দক্ষতা অর্জন করায় পুরস্কার জিতেছে আবিদ।

সে বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকার খান বাড়ির বাসিন্দা খন্দকার আবুল হাসান ও মোহাম্মদ ইসলামী বেবীর শালিকা ছৈয়দুন্নেছা খানম মেরীর পুত্র। কয়েক বছর ধরে তারা স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আবিদ হাসান তার শিক্ষা জীবন আরো উজ্জ্বল করার জন্য বান্দরবান সহ দেশবাসীর দোয়া কামনা করছেন।

Exit mobile version