parbattanews

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

33

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ।

সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সৈনিক লীগের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খাঁন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, অধ্যাপক সত্যজিত চৌধুরী, এ্যাডভোকেট সুপাল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলোৎপল খীসা, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সদর উপজেলা যুবলীগের সভাপতি নরোওম ত্রিপুরা, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, পৌর সভাপতি নিউটন দও, সহ-সভাপতি ফারুক হোসেন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে সরকার চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির রায় বাস্তবায়ন করে দেশকে কলঙ্কমুক্ত করছে।

বক্তারা বিজয়ের মাসে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্বি বাজেয়াপ্ত করার দাবী জানিয়েছেন। তারা বলেন, এ দাবী মুক্তিযোদ্ধাদের  স্বপক্ষের জনগণের প্রানের দাবী।

Exit mobile version