যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হবে : ২৪ পদাতিক ডিভিশনের জিওসি

fec-image

২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেছেন, “যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হবে। নবীন সৈনিক হিসেবে তোমাদের ব্যবহার ও আচরণ হবে সংযত, সুশৃঙ্খল। যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হলে অর্জন করতে হবে উন্নতমানের শারীরিক যোগ্যতা, সহিঞ্চুতা, পেশাগত দক্ষতা, লক্ষভেদে নিপুণ নিশানা যার প্রশিক্ষণ ইতিমধ্যে তোমাদের দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দীঘিনালা ফরমেশন এ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের নবীন সৈনিকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

এ সময় নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আজ তোমাদের উপর অর্পিত হলো, দেশমাতৃকার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা রক্ষার পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে সদা মনেপ্রাণে প্রস্তুত থাকতে হবে। সতর্ক থাকতে হবে।

দীঘিনালা ফরমেশন এ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল জয়নুল আবেদীন চিসতি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল আবু মোহাম্মদ হাসানুল হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল বারী মল্লিক, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে প্রশিক্ষিত ৬শত ৪৬ জন নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন