বঙ্গবন্ধু আদর্শ ধারণ করে

‘যুবলীগ নেতাকর্মীদের ভোগের নয় ত্যাগের রাজনীতি করতে হবে’

fec-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের মনোনয়ন প্রত্যাশী সোহেল আহমদ বাহাদুর বলেছেন- জাতির পিতার আদর্শ অনুসরণ করে যুবলীগ নেতাকর্মীদের ভোগের রাজনীতি না করে ত্যাগের রাজনীতি করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নেতাকর্মীদের জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে যুবলীগ নেতাকর্মীদের কাজ করতে হবে। বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে জেলার আওতাধীন সকল ইউনিটের যুবলীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে তিনি নির্দেশ প্রদান করেন।

শনিবার (১৮ মার্চ) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভা জেলা সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডালিম বড়ুয়া, শাহেদ মো. এমরান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আব্দুল খালেক, দিদারুল ইসলাম রুবেল, এসএম জসিম উদ্দিন, জমির জামি, রউফ নেওয়াজ ভুট্টো, কাইসারুল হক বাচ্চু।

এই সময় আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ, যুবলীগ নেতা মুমিনুল হক, রামু উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাহ উদ্দিন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, মাশেকুর রহমান, নুরুল হুদা, মোস্তাক আহমদ, মুহাম্মদ ফারুক, ছুরুত আলম রওশন, সজীব, হুমায়ুন, ইব্রাহিম আজাদ বাবু, মকবুল হোসেন মিথুন, এহসানুল হক, ইয়াছিন আরাফাত, কামাল, মিজানুর রহমান, সরওয়ার কামাল, ইদ্রিস মিয়াজী, নাজমুল হক শাকিল, মেহেদী হাসান, জাহাঙ্গীর আমির, মঞ্জুর, এরশাদ, জাফর আলম, পারভেজ, জুয়েল সিকদার, জসিম উদ্দিন আকাশ, এড. আমির হোসেন, হেদায়ত উল্লাহ বাবুল, জয় বড়ুয়া, মোবারক, আশরাফ, কাদের, হাসান, সাঈদ, সাবু, জাহিদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: যুবলীগ, রাজনীতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন