parbattanews

যুব ইউনিয়নের সন্মেলনে সভাপতি বখতিয়ার, সম্পাদক মিল্টন  

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটিতে জেলা যুব ইউনিয়নের ষষ্ঠ সন্মেলনে  সভাপতি পদে এম জিসান বখতিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মিল্টন বিশ্বাসকে নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর)  জেলা শিশু একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এ সন্মেলন অনুষ্ঠিত হয়।

এদিকে সন্মেলন উপলক্ষ্যে প্রথম অধিবেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে যুব ইউনিয়নের এ নেতা বলেন, সাম্প্রদায়িক শক্তি কখনো শান্তি আনতে পারে না। দেশকে এগিয়ে নিতে পারে না। দেশটা তখন মৌলবাদি রাষ্ট্রে পরিণত হয়।

এ নেতা আক্ষেপের সাথে বলেন, বর্তমান সরকার বলছে দেশ এগিয়ে যাচ্ছে, মানুষ ভাল আছে। কিন্তু আমরা বলি দেশের কিছু স্বার্থনেষী মহল ছাড়া দেশের মানুষ ভাল নেই। দেশে এখন সাড়ে তিন কোটি বেকার যুবক আছে বলে যোগ করেন তিনি।

যুব নেতা মান্নান জানান, যুবদের প্রথম চাহিদা হচ্ছে বেকারত্ব লাঘব করা। কারণ বেকারের সংখ্যা বৃদ্ধি পেলে কোন দেশ এগিয়ে যেতে পারে না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান এ নেতা।

এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও দলটি সন্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। ২১ সদস্য বিশিষ্ট যুব ইউনিয়নের এ জেলা কমিটি আগামী এক বছর রাঙামাটি জেলায় নিজেদের দলের কার্যক্রম সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে।

Exit mobile version