parbattanews

যেসব দেশে আজ চাঁদ দেখা যায়নি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৫ হিজরি সনের রমজানের চাঁদ দেখা গেছে। ফলে কাল সোমবার থেকে শুরু হবে পবিত্র এ মাস। মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও আরব আমিরাতও রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে।

সৌদি ছাড়াও বিশ্বের আরও বহু দেশ আজ রোববার (১০ মার্চ) চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছিল। তবে অনেক দেশে চাঁদ দেখা যায়নি।

এরমধ্যে অন্যতম হলো— ওমান, অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন।

সবগুলো দেশই জানিয়েছে, তাদের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার ১২ মার্চ প্রথম রোজা হবে।

জ্যোতিবির্দরাও জানিয়েছিলেন, ১০ মার্চ উত্তর আমেরিকার কয়েকটি অঞ্চল বাদে বিশ্বের আর কোথাও চাঁদ দেখা যাবে না। তাদের পূর্ব ধারণা অনুযায়ী, বেশ কয়েকটি দেশ জানায় চাঁদ উঠেনি। কিন্তু তখন সবাই অপেক্ষা করতে থাকেন সৌদি আরবের ঘোষণার জন্য। পরবর্তীতে দেশটি চাঁদ ওঠার তথ্য দেয়।

বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়। তবে জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী রমজানের তারিখ নির্ধারণ করা উত্তর আমেরিকার দেশগুলো সোমবার থেকেই রোজা রাখার কথা জানায়।

আজ চাঁদ ওঠার মাধ্যমে শাবান ১৪৪৫ হিজরি সনের শাবান মাসের সমাপ্তি হয়েছে। আর শুরু হয়েছে আরবি বছরের নবম মাস রমজানের।

যেসব দেশে চাঁদ দেখা গেছে সেসব দেশের মুসল্লিরা এক মাসের সিয়াম সাধনা শুরু করবেন।

এদিকে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে রমজানে চাঁদ ওঠে। ফলে ধারণা করা হচ্ছে, কাল চাঁদ ওঠার মাধ্যমে বাংলাদেশেও শুরু হবে মহিমান্বিত এ মাস।

Exit mobile version