parbattanews

যে ১০ অ্যাপ এখন সবচেয়ে জনপ্রিয়

বর্তমানে কোন ১০টি নন-গেমিং অ্যাপ বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়, তা জানা আছে কী? তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার অক্টোবর মাসে বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ১০ অ্যাপের তালিকা প্রকাশ করেছে।

সেন্সর টাওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, নন-গেমিং অ্যাপের মধ্যে গত মাসে বিশ্বে সবচেয়ে ডাউনলোড করা হয়েছে টিকটক অ্যাপ। সংক্ষিপ্ত ভিডিও তৈরির এ অ্যাপ অক্টোবর মাসে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে ৫৭ মিলিয়নেরও বেশি সংখ্যক ইনস্টল করা হয়েছে।

গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এ ডেটা সংগ্রহ করেছে সেন্সর টাওয়ার। সেরা ১০-এর র‌্যাংকিংয়ে টিকটকের পরের অবস্থানে রয়েছে ইনস্টাগ্রাম। ফেসবুক মালিকানাধীন এ অ্যাপ অক্টোবর মাসে বিশ্বব্যাপী ডাউনলোড হয়েছে ৫৬ মিলিয়ন সংখ্যাকবার।

দেখে নিন সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া নন-গেমিং ১০ অ্যাপের তালিকা:

১. টিকটক ২. ইনস্টাগ্রাম ৩. ফেসবুক ৪. হোয়াটসঅ্যাপ ৫. টেলিগ্রাম ৬. স্ন্যাপচ্যাট ৭. ফেসবুক মেসেঞ্জার ৮. মিসো ৯. স্পোটিফাই ১০. ক্যাপক্যাট।

Exit mobile version