parbattanews

যৌথবাহিনীর অভিযানে আটক ২ জনের বিরুদ্ধে থানায় মামলা

নাইক্ষ্যংছড়িতে যৌথবাহিনীর অপারেশন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক দুই জেএসএস কর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। শনিবার (৪সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির পক্ষ থেকে থানায় মামলাটি করা হয়।

মামলার আসামীরা হলো- উথোয়াই হ্লা মার্মা (২৪)। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মংদো মার্মার ছেলে। অপর আসামি হলো ম্যানরুম মুরুং (৬০)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ম্রোংপাড়া এলাকার মৃত ধুই থং মুরুং এর ছেলে।

তাদের বিরুদ্ধে বিজিবি নাইক্ষ্যংছড়ি থানায় পেনেল কোডের ১৪৪/ ৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭ ধারায়  মামলা করেছেন। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণের অভিযোগ করা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর নাক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ৪৫কি:মি দূরে বাইশারী-দোছড়ি সীমান্তের কামিরছড়া, চাকপাড়া এলাকায় জেএসএস সন্ত্রাসীদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে।

Exit mobile version