parbattanews

যৌথবাহিনীর উপর হামলার ঘটনায় বান্দরবানে আরও ৪ জন কারাগারে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে যৌথবাহিনীর উপর সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় আরও চার জেএসএস কর্মীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাতে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হন্তান্তর করা হয়। বুধবার সকালে তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোহাম্মদ খোরশেদ আলম সিকদার।

জেল হাজতে প্রেরণ চার আসামি হলো, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের কামিরমূখ চাকপাড়া এলাকার মংলা প্রু চাক কারবারি (৬০), লাগ‍্যাছু চাক (৪৫), মংলা থোয়াই চাক (১৫) ও চিংলা অং চাক (৩০)।

তাদের বিরুদ্ধে সরকারি কর্তব্যকাজে বাধা, হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণের অভিযোগে ১৪৪, ৩৫৩, ৩৩২,৩৩৩, ৩০৭ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা করা হয়েছে।

এর আগে ৪ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি বিজিবির হাবিলদার মো. তাজিম উদ্দীন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

এই মামলায় তখন উথোয়াহ্লা মারমা ও ম্যানরুম মুরুং নামে দুই আসামীকে আটক করা হয়েছিল।

Exit mobile version