parbattanews

যৌথ প্রচেষ্টা থাকলে পার্বত্য এলাকায় শিক্ষার মানোন্নয়ন ঘটবে: কংজরী চৌধুরী

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, অবিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির যৌথ প্রচেষ্টা থাকলে পার্বত্য এলাকায় শিক্ষার মানোন্নয়ন ঘটবে। এজন্য মায়েদেরকেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ উদ্যোগে জেলার গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮২ জন ছাত্রছাত্রীর মাঝে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

সহকারি শিক্ষক সুজন গরজার সঞ্চালনায়, পরিচালনা কমিটির সহ-সভাপতি বাবলু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের আহ্বায়ক মেমং মারমা, ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, রেদাক মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঝর্না চাকমা প্রমুখ।

Exit mobile version