parbattanews

রমজানে অবরোধ ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল

পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র রমজান মাসে মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অযৌক্তিকভাবে ভূষনছড়া ইউপির পূনঃনির্বাচনের দাবিতে সোমবার হতে ২ দিন অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। এর কারণে রোজাদারগণ তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারছে না। যা সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। অথচ রাঙ্গামাটি প্রশাসন সম্পূর্ণভাবে নিরব ভূমিকা পালন করছে। যা কারো কাম্য নয় বলে পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ মিডিয়ায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপজাতীয় সশস্ত্র সস্ত্রাসীদের এহেন গণতন্ত্র বিরোধী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত ভূমিকা গ্রহণ করার জন্য পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের পক্ষ হতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের প্রতি জোড় দাবি জানাচ্ছি। সেই মুসলিম উম্মার রোজা পালনে যেন কোন রকমের বিঘ্ন না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানাচ্ছি। অন্যথায় উপজাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হব’।

Exit mobile version