parbattanews

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযান

পবিত্র মাহে রমজানে খেজুর ছোলা ও নিত্যপণ্যে বাজার সহনীয় পর্যায়ে রাখতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল কোট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মাহ্ফুজুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় উপজেলা মসজিদ মার্কেট, উপজেলা পরিষদ মার্কেট ও চৌমুহনী মার্কেটে অভিযান চালিয়ে নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় এবং নোংরা পরিবেশের জন্য তিন দোকানীকে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বেশকিছু দোকানীকে সতর্ক করেন এবং ইফতারের বাজার ঘুরে দেখেন। এসময় বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ উপস্থিত ছিলেন।

Exit mobile version