রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে- মোবাইল কোর্ট 

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে কক্সবাজার জেলা প্রশাসন।

১৪ মে (সোমবার) সকাল  থেকে শহরের বড় বাজার, কালুর দোকান বাজার, বাহাড়ছড়া বাজার, কলাতলী বাজার, রুমালিয়ারছড়া বাজার সহ বিভিন্ন বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়, জুয়েল আহমেদ এবং খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাজার মালিক সমিতি, খুচরা এবং পায়কারি বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিতে, ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়ে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহান এবং ১৫ আনসার ব্যাটেলিয়ন। পুরো রমজান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন