parbattanews

রমজানে পাহাড়ে সম্প্রীতির অনন্য নজির স্থাপিত হয়েছে- ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক

রমজান মাসে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপিত হয়েছে মন্তব্য করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেছেন, রমজানে বিভিন্ন ইফতার মাহফিলে সমান সংখ্যক পাহাড়ী-বাঙ্গালীর মিলেমিশে অংশগ্রহণের নজির আর কোথাও নাই।
এ সম্প্রীতি ধরে রেখে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবানও জানান তিনি।
সন্ধ্যায় মহালছড়ি জোন (মৃত্যুঞ্জয়ী পঁচিশ) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইতি কার্বারী, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, জোন উপ অধিনায়ক মেজর আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ওসি নুরুল আলমসহ জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রীতিভোজে অংশ নেন রিজিয়ন কমান্ডার।
Exit mobile version