রমজা‌নের প‌বিত্রতা রক্ষা প্রতি‌টি মুসলমা‌নের ঈমা‌নি দা‌য়িত্ব

fec-image

দি‌নের বেলায় প্রকা‌শ্যে ধুমপান বন্ধ কর‌তে হ‌বে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখুন রাখতে হবে। এসব স্লোগানে ঈমাম ও ওলামা কল্যাণ সমিতির আয়োজনে মাটিরাঙ্গায় র‌্যালির আয়োজন করা হয়।

বুধবার (২২ মার্চ) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আসরের নামা‌জের পর মা‌টিরাঙ্গা কেন্দ্রীয় মস‌জি‌দের ঈমাম মাও. মো. হুারুনুর রশিদ আ‌জি‌জি এর নেতৃ‌ত্বে র‌্যালিটি মাটিরাঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিন ক‌রে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় করনীয় উ‌ল্লেখ ক‌রে সং‌ক্ষিপ্ত বক্তব্য মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ঈমাম মাও. মো. হুারুনুর রশিদ আ‌জি‌জি বলেন রমজা‌নের প‌বিত্রতা রক্ষা করা প্রতি‌টি মুসলমা‌নের ঈমা‌নি দা‌য়িত্ব। ভিন্ন ধ‌র্মের লো‌কেরাও আমাদের রমজানজান মাস‌কে সম্মান জানায়। কোন ভা‌বেই যেনো আমা‌দের রমজা‌নের প‌বিত্রতা নষ্ট না হয় সে দিকে সতর্ক রাখতে হবে।

পু‌লিশ প্রশাস‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতার জন্য ধন্যবাদ জা‌নি‌য়ে রমজা‌নের প‌বিত্রতা রক্ষায় আজ‌কের বার্তা প্রতি‌টি মানুষের কাছে পৌঁ‌চে দেয়ার জন্য মি‌ডিয়ার প্রতি আহবান জা‌নান।

এছাড়া মাটিরাঙ্গা ঈমাম ও ওলামা কল্যাণ সমিতির সদস্যবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

পরে রমজানের পবিত্রতা রক্ষায় এবং দেশ ও জাতির কল্যাণ বি‌শেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন