parbattanews

রাইখালী বন বিভাগ স্কুল ছাত্রের কাছ থেকে বানরছানা উদ্ধার

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ অভিযান চালিয়ে স্কুল ছাত্রের নিকট হতে বন্যপ্রাণী বানর উদ্বার করা হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১টায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেনের নেতৃত্বে ডংনালা স্কুল ছাত্রের নিকট হতে একটি বন্যপ্রাণী বানরছানা গোপান সংবাদের ভিত্তিতে উদ্বার করা হয়। এছাড়া লাম্বাগোনা এলাকা হতে বন্যপ্রাণী ক্ষতিকারক বৈদ্যুতিক তার সংযোগ জমিন হতে বিচ্ছিন্ন বাবদ উদ্বার করা হয়।

রাইখালী রেঞ্জের বনপ্রহরী মো. হাসান জানান, আমরা গোপন সূত্রে খবর পেয়ে স্কুল ছাত্রের নিকট হতে একটি বানরছানা উদ্বার করি এবং হাতি বা অন্যান্য বন্যপ্রাণী ক্ষতিকারক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অফিসে নিয়ে আসি। পাশাপাশি বন্যপ্রাণী বানরছানাকে চিকিৎসা সেবা দেয়া হয়।

এসময় এলাকার ইউপি সদস্য উসাল অং মারমা, ইআরটি সভাপতি রহমতউল্লাহ, সহসভাপতি জামাল উদ্দিন ও নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

Exit mobile version