parbattanews

রাখাইনের মানবাধিকার লঙ্ঘন আড়াল করতে ইন্টারনেট ব্লাকআউট

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি সোমবার বলেছেন যে মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যের নয়টি টাউনশিপে মোবাইল ফোনের ইন্টারনেট বন্ধ করে দেয়ার কারণ মূলত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দেয়ার চেষ্টা।

এ সব টাউনশিপের বেসামরিক জনগণের ব্যাপারে আশংকা প্রকাশ করেন জাতিসংঘ কর্মকর্তা।

এক বিবৃতিতে লি বলেন, আমাকে বলা হয়েছে যে মিয়ানমার সেনাবাহিনী সেখানে শুদ্ধি অভিযান চালাচ্ছে। তাই আমার মনে হচ্ছে সেখানে বেসামরিক জনগণের বিরুদ্ধে যে নির্বিচার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সেগুলো আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র : সাউথএশিয়ামনিটরডটকম

Exit mobile version