parbattanews

রাখাইনে সেনাবাহিনীর আঞ্চলিক সদর দফতরে বিদ্রোহীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর আঞ্চলিক সদর দফতরে হামলা চালিয়েছে জাতিগত বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি (এএ)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মিয়ানমার সেনবাহিনী প্রধানের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে এএ আঞ্চলিক সদর দফতরের উপর হামলা চালায়। তাছাড়া বুধবার (১৭ এপ্রিল) রাতে মারাউক উ টাউনশিপের কাছে বাউংদত গ্রামে নিরাপত্তা চৌকির উপরও হামলা চালানো হয়।

গ্রামের ভেতর থেকে হামলা চালানো হলে সেনাবাহিনী পাল্টা হামলা চালায়।

হালাকা ও ভারি অস্ত্র সজ্জিত এএ ৯ এপ্রিল মারাউক উ-তে পুলিশ সদর দফতরে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের এক সদস্য নিহত হয়। সেখান থেকে সাত পুলিশ সদস্যকে ধরে নিয়ে যায় এএ

ওই সংঘর্ষের সময় বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর সাত পারিবারিক সদস্যকে ধরে নিয়ে যায়, যাদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

এদিকে সংঘর্ষের পর গ্রামে পালিয়ে যাওয়া এএ’র ২৩ সদস্যকে আটক করা হয়েছে বলে সেনাবাহিনী দাবি করে।

মার্চ ও এপ্রিল মাসে মারাউক উ এবং ইয়াতহেদাউং টাউনশিপের আশেপাশে বিভিন্ন স্থানে হামলা চালায় এএ

তবে সরকারি বাহিনী আইনের শাসন প্রতিষ্ঠায় নিরাপত্তা অপারেশন চালিয়ে যাবে বলে জানিয়েছে। সূত্র: সাউথ এশিয়ান মনিটর ডট কম

Exit mobile version